'আর্টভার্স'-এর অভিনব উদ্যোগ - সিদ্ধার্থ সিংহ

 

Story and article

কবিতার সঙ্গে ছবির সম্পর্ক নিয়ে কবিদের একটি সুন্দর আলোচনা এবং কবিতা পাঠের আসর হয়ে গেল বিড়লা আর্ট অ্যান্ড কালচারে।

৭০ জন শিল্পীর ১৭০টি চিত্র, স্থিরচিত্র এবং ভাস্কর্য নিয়ে ছ'দিন ব্যাপী যে বর্ণময় প্রদর্শনীর আয়োজন করেছিল 'আর্টভার্স', তার শেষ দিনে।

বিশিষ্ট শিল্পী রিন্টা চক্রবর্তী, নুপুর মিত্র, আমি সৃজিতা, দেবজ্যোতি ভট্টাচার্য, তানিয়া সান্যাল, রোমি ভট্টাচার্য, বীরেন্দ্র সাঁতরা নীলাঞ্জন চৌধুরী, শচীন শর্মা, প্রিয়দর্শিনী চিত্রাঙ্গদা'র ছবির পাশাপাশি খালি গলায় আলোচনা এবং কবিতা পাঠে অংশ নেন মধুবন চক্রবর্তী, অদীপ ঘোষ, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, রামকিশোর ভট্টাচার্য, অমিতাভ মিত্র, চন্দ্রাণী চ্যাটার্জি, সুমিত বৈদ্য, বর্ণালী সরকার, দিলিপ বাইন, নীতি, সিদ্ধার্থ সিংহ এবং সঞ্চালনায় ছিলেন শুভদীপ রায়।

এ দিন দর্শকদের ভিড় একেবারে উপচে পড়ে। প্রদীপ জ্বালিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী বাদল পাল। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুজিত কুমার ঘোষ, বাপ্পা ভৌমিক, প্রতীক মল্লিক, রুচিরা মজুমদার পাল, শিখা রায়, মানবেন্দ্র সরকার, সুদীপ্ত অধিকারী, কাজল ভট্টাচার্য, মিহির কয়াল এবং 'আর্টভার্স'-এর সর্বময় কর্তা, 'গড : এনসিয়েন্ট এলিয়েন অর আ মিথ'-খ্যাত ইংরেজি সাহিত্যের লেখক, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী শুভঙ্কর সিংহ।

এই প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল--- ওয়াল অব ফেম। বিশিষ্ট শিল্পী অতীন বসাক, ওয়াসিম কাপুর, দেবব্রত চক্রবর্তী, সুমন চৌধুরীদের মতো দশ জন প্রথিতযশা চিত্রশিল্পীর বাছাই করা ১৩টি ছবি দিয়ে আলাদা ভাবে প্রদর্শিত হয়েছিল প্রেক্ষাগৃহের একটি অংশ।

সারা বছর ধরে এরা কলকাতার পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আয়োজন করে কম করেও ছ'-ছ'টি প্রদর্শনী।

এই প্রসঙ্গে 'আর্টভার্স'-এর প্রেসিডেন্ট শুভঙ্কর সিংহ জানালেন, 'এর পর থেকে আমরা শিল্পকলা প্রদর্শনীর পাশাপাশি কবিতাকেও সমান গুরুত্ব দেব। চেষ্টা করব ছবির সঙ্গে কবিতার একটি মেলবন্ধন ঘটানোর।'

#storyandarticle


story and article

story and article

story and article

story and article

story and article

story and article

story and article

story and article

story and article

story and article

story and article