খারাপ মেয়ে
খারাপ মেয়ে - শম্পা সাহা
আমি ভালো মেয়ে হতে চাইনি কোনোদিন।
ও হবার বড় দায়!
সমাজকে কুর্নিশ করো বারংবার।
যে মহিলা, পুকুরঘাটে বসে জিন্স পরা মেয়েটির নিন্দা করে আদুল গায়ে ,ভারি বুকে এক ফেরতা ভেজা আঁচল জড়িয়ে, তার কথায় হ্যা হ্যা করে হেসে সায় দিতে হতো তাহলে।
ভাই মাঝরাতে মাতাল হয়ে ফিরলে গলা উঁচিয়ে বলা যেতো না,”বাইরে বের হ,নেশা কাটলে বাড়ি ঢুকিস”!
রাস্তায় যে লোকটা আলগোছে ছুঁয়ে যেতো বুক,তাকে ভয়ে ভয়ে দেখতে হতো আর দেখতে হতো নিজেকে, ওড়নাটা সরে যায়নি তো বুক থেকে! কখনোই তার কব্জি মুচড়ে ,চোয়ালে ঘুঁষির দাগ রেখে বাড়ি আসতে পারতাম না।
চোখে কাজল ,ঠোঁটে রং মেখে পুতুল সেজে বসতে হতো ছেলে বেচার দরকষাকষি আসরে।
শাশুড়ির বলা,”ছোটলোকবাড়ির মেয়ে” বা স্বামীর ,”শুয়ে এলে বুঝি?”, বাক্যবাণ সইতে হতো বিনা বাক্যব্যয়ে! নিদেন,”এত টাকা কি করো?” বা “রোজগার তো করতে হয় না ,বুঝবে কি করে?” সঙ্গে শ্লেষমিশ্রিত আলগা হাসিটা সহ্য করতে হতো। তার চেয়ে বরং খারাপ হয়েই বেশ আছি, আমার জীবন আমি নিজের শর্তেই বাঁচি!
©®শম্পা সাহা
.jpg)
Post a Comment