ওরাঁ ওদের জীবিকা
আদিবাসীদের জীবন যাপন অতি সহজ সরল।তারা উন্মুক্ত অঞ্চলে স্বাছন্দে বিচরণ করতে ভালোবাসে।কৃষি কাজই হচ্ছে তাদের জীবিকার প্রধান উৎস।তারা দল বেঁধে কাজ করে থাকে।কাজের শেষে তাদের মুজরী সমান ভাবে ভাগ করে নেয়।ইতিহাসে প্রমাণ বাংলার আদিবাসীরায় প্রথম ঝাড়,জঙ্গল পরিষ্কার করেছে উচু নীচু কেটে সমান করে চাষাবাদ রত জমি তৈরী করেছে।
দিনমুজরী কাজে অভ্যস্ত আদিবাসীরা নিজ জমিতে বানিজ্যিক মনোভাব নিয়ে চাষাবাদ শিখল না।জমির মালিকানা টিকিয়ে রাখার কাগজ পত্র ঠিক রাখতে জানল না।তারা এখনও দিনমুজরীর কাজ করতে বেশি পছন্দ করে।আজকাল অনেক আদিবাসী যুবক কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেও নিজে গ্যারেজের মালিক হতে সাহস পায় না,অথচ অন্য মালিকের গ্যারেজে দক্ষতার সহিত দিন হাজিরার কাজ করছে।আজকাল দেখা যায় যে নিজের জমি বন্ধক রেখে সেই জমিতে দিনমুজরী কাজ করে স্বাছন্দবোধ করে।
তারা অন্যের দাসত্ব কাজগুলো বেশিরভাগই করে থাকে।কামিযৌতি প্রথা আদিবাসীদের দাসত্বে প্রথম সূত্রপাত।বৃটিশ সরকারের আদালতে এই কামিযৌতি প্রথাকে অবৈধ বলে মনে করা হতো না।এর ফলে আদিবাসীর বিভিন্ন অঞ্চলে একটা বিরাট ত্রূীতদাস শ্রেণির সৃষ্টি হয়।এটাকে তারা গোল্যবিট্টি বলে অর্থ্যাৎ জমিদারদের বেগার দেওয়া।আমার মনে হয় তখন থেকেই আদিবাসীদের রন্দে রন্দে দাসত্ব মনোভাব প্রবেশ করেছে।সেই চক্রব্যূহ থেকে আজও বেরিয়ে আসতে পারে নি।কবে আসবে বেরিয়ে সেই দিনের আপেক্ষায় আছে পৃথিবীর


Post a Comment