কবি মানিক বৈরাগীর 'মৃত্যুর গান গাই'ও শের-এ বৈরাগী
বাংলা সাহিত্যে সমসাময়িক কবিদের মধ্যে মানিক বৈরাগী একটি মেধাবী নাম।তাঁর কবিতায় মানবিক মূল্যবোধ,সমাজ বাস্তবতা উঠে এসেছে।
তিনি ক্ষতবিক্ষত বাংলাদেশকে দেখে আহত-বিক্ষুব্ধ হন,ভুল পথে স্বদেশের যাত্রা তাকে ভাবিয়ে তোলে।তাইতো তার কবিতায় স্বদেশের মুখ সমকালের চেহারা বারবার প্রতিফলিত হয়। অস্থির সময় ও নাগরিক জীবনের মর্মান্তিক বেদনা জর্জরিত নিঃসঙ্গ হৃদয়ের কান্না তার কবিতার অনুষঙ্গ হয়ে জীবনের কঠিন বাস্তব-উপলব্ধিকে পূর্ণতা দেয়।
তার কবিতায় রস, ছন্দ, অলঙ্কার ও বৈশিষ্ট্যের সঠিক প্রয়োগ লক্ষ্য করা যায়।
সমুদ্রনগরের ভূমিপুত্র,কবি মানিক বৈরাগী কবিতায় সমুদ্র নানা ব্যঞ্জনায় আবিষ্কৃত হয়েছে।
এ মেধাবি কবির বিভিন্ন সময় প্রকাশিত‘গহীনে দ্রোহ নীল'শুভ্রতার কলঙ্ক মুখস্ত করেছি' ও 'নৈনিতালের দিন‘কাব্যগ্রন্থ তিনটি নন্দিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবির নতুন দুটি কব্যগ্রন্থ ‘’ মৃত্যুর গান গাই ও ‘শের এ বৈরাগী’।নির্ঝর নৈঃশব্দ্যের করা প্রচ্ছদে বই দুটি প্রকাশ করেছেন শ্রাবন প্রকাশনী ও বর্ণচাষ।
আশা করি গ্রন্থগুলোর শব্দ,বাক্য ও উপমায় পাঠক নিজের বাস্তবিক কথাগুলো খুঁজে পাবেন।


Post a Comment